বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির নলছিটি উপজেলা কমিটি গঠন

  • অনলাইন
  • শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ০৮:১১:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস (সেলিম ভূঁইয়া) এর নলছিটি উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।

 শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় ঝালকাঠির নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ হলরূমে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস (সেলিম ভূঁইয়া) এর ত্রিবার্ষিক সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মেজবাহ উদ্দিন খান রতন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস (সেলিম ভূঁইয়া) ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম এজাজ হাসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাকশিস জেলা শাখার সদস্য সচিব উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা সেলিম, নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, জেড এ ভুট্টা কলেজ এর সহকারী অধ্যাপক সেলিম আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব প্রভাষক আমীর হোসেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বরিশাল জাগুয়ার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মেজবাহ উদ্দীন খান রতন।

নব নির্বাচিত নলছিটি উপজেলা কমিটির সভাপতিকে আগামী ৭ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে নলছিটি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি করে জেলা শাখায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য