ঝালকাঠির সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নথুল্লাবাদ ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা সংবাদ সম্মেলন করে।
রোববার বিকালে স্থানীয় চাকলার বাজার এলাকায় সংবাদ সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সোয়াইব ইসলাম হৃদয় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন বিএনপির যুব ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মাহাবুবুল ইসলাম সবুজ, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জসিম মাজি।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম লিমন এর নেতৃত্বে গত ৫ আগষ্টের পরে ইউনিয়নে ব্যপক চাঁদাবাজি করা হয়েছে। যার বেশ কিছু প্রমান রয়েছে। তাই তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
এসময় জেলা যুবদল নেতা মাহাবুবুল ইসলাম সবুজ বলেন আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের জন্য দাড়িয়েছি। নেতা বলেছেন কোন চাঁদাবাজের দলে ঠাই হবেনা। কিন্তু সকল প্রমান থাকার পরও কেন ব্যবস্থা নিতে কালক্ষেপন করছেন উপজেলার নেতৃবৃন্দ। প্রয়োজনে আমরা জেলা, বিভাগ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যাবো।
এসময় নথুল্লাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শোয়াইব ইসলাম হৃদয় বলেন, সকল তথ্য প্রমান থাকার পরেও উপজেলার নেতারা তাদের বিরুদ্ধে কোন প্রকার সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন না, উপজেলা বিএনপির কাছে লিখিত ও মৌখিক প্রমান সহ অভিযোগ করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা না হলে আমরা আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মাহফুজুর রহমান, যুবদলনেতা মো. রবিউল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি এনামুল হক সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হৃদয় প্রমুখ।
মন্তব্য