ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নে হয়রানিরমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চরমানাইর এবং চরনাসিরপুর ইউনিয়নের মধ্যবর্তী শিমুলতলী বাজারের প্রধান সড়কের পাশে দাড়িয়ে স্থানীয় এলাকাবাসী ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করেন।
এ সময় বক্তারা বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজালাল সরদার চরমানাইর ও চরনাসিরপুরে স্থানীয় পর্যায়ে ত্রাস এর রাজত্ব ক্যায়েম করতে বিভিন্ন ব্যক্তির নাম ঢুকিয়ে ঢাকার যাত্রবাড়ি থানায় এবং ফরিদপুরের ভাঙ্গা থানায় মিথ্যা মামলা দিয়ে ভয়-ভীতি দেখাচ্ছে।
মামলা থেকে অব্যহতি দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা দাবি করছে। আমরা সাধারণ ব্যবসায়ী এবং চাকরিজীবী। এসব মামলার কারণে আমাদের স্বাভাবিক জীবনযাপন করতে সমস্যা হচ্ছে। আমরা এমন হয়রানিমূলক মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এ সময় বক্তব্য রাখেন, মিথ্যা মামলায় অভিযুক্ত মোতালেব শেখ, রাজন বেপারী, জাহিদ বেপারি, কাওছার বেপারিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
বর্তমানে চরমানাইর ও চরনাসিরপুরে নতুন করে আবার কার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় তা নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে এলাকাবাসী।
মন্তব্য