সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলে নিহত

  • সুনামগঞ্জ প্রতিনিধি: 
  • সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ০১:০৯:০০
  • কপি লিঙ্ক

সুনামগঞ্জের পৃথক স্থানে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে তিন জেলে নিহত হয়েছেন।  রবিবার (২৯ সেপ্টেম্বর ) সকাল ৫টায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাওঁ ইউনিয়নের দেখার হাওরে এ ঘটনা ঘটে।

নিহত জেলেরা হলেন পান্ডারগাওঁ ইউনিয়নের পলিচর গ্রামের চাঁন মিয়ার পুত্র জালাল উদ্দিন (৩৫) ও একই গ্রামের নুরুল হক মিয়ার পুত্র জসিম উদ্দিন (২৬)। 

এদিকে জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন কালাগুজা গ্রামের আব্দুল লতিফের পুত্র শরীফ মিয়া।  

স্থানীয়রা জানান, সকাল থেকে আবহাওয়া খারাপ থাকার পর সাড়ে ৪ টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতের মধ্যেই হাওরে মাছ ধরার ছাঁই তোলতে যায় তারা। বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে আচমকা বজ্র এসে তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই ওই তিন জেলে নিহত হন।

বজ্রপাতে তিন জেলে নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য