বজ্রপাতে শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত

  • অনলাইন
  • বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ০৫:১০:০০
  • কপি লিঙ্ক

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কক্ষের কাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়টির এক শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন খান জানান, বুধবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ইংরেজি বিষয়ে পাঠদান করাচ্ছিলেন শিক্ষক সুজিত বিশ্বাস। এ সময় হঠৎ আকাশে বিদ্যুৎ চমকে শ্রেণিকক্ষের জানালার পাশে বজ্রপাত হয়। এতে পাঠদানরত অবস্থায় শিক্ষক সুজিত বিশ্বাসসহ ১২ ছাত্রী আহত হন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। পরবর্তীতে তাদেরকে পরিবারের সদস্যদের সহযোগিতায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে।

রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের কমিউনিটি অফিসার রেজাউল করিম জানান, আমি আসার আগেই পাঁচজনকে কলাপাড়ায় নেওয়া হয়েছে। কয়েকজন স্বাভাবিক ছিল, তাদেরকে যার যার বাসায় নেওয়া হয়েছে। শিক্ষকসহ দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তারা এখন সুস্থ আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক স্কুলে স্পিডবোট যোগে চিকিৎসক পাঠিয়েছি। উন্নত চিকিৎসার জন্য সবাইকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য