সদরপুরে ইসলামিক ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ

  • সদরপুর থেকে নুরুল ইসলাম: 
  • বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা এবং শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

২৩ সেপ্টেম্বর ২০২৪ সোমবার সকালে সদরপুর উপজেলা মডেল মসজিদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলার উপ-পরিচালক মো. রুহুল আমীন, মাস্টার ট্রেইনার মাওলানা রুহুল আমীন এবং ফিল্ড সুপারভাইজার মো. রাসেল সরদার। 

আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের নগরকান্দার সুপারভাইজার ডা. খন্দকার লুৎফর রহমান, ভাঙ্গার সুপারভাইজার মো. রুহুল আমীন, সদরপুরের সুপারভাইজার মিঞা বে-নজীর আলতামাস (পিকাশো), উপজেলা পরিষদ জামে মসজিদের খতীব মাওলানা আমির হোসেন, উপজেলার মডেল কেয়ারটেকার মাওলানা আব্দুল লতীফ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি এবং সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। অনুষ্ঠানে তিন জন শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ও কেন্দ্র ভিত্তিক শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য