ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদরপুর উপজেলা শাখার একাংশের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের ফসল, এ বিজয়কে ধরে রাখার প্রয়োজন’–কে প্রতিপাদ্য করে রোববার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সংলগ্ন বালুর মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া।
ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুল হক টুলু এবং ফরিদপুর জেলা যুবদল এর সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাবেক সভাপতি মোখলেছুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক মো. তারা মিয়া খান, বিএনপি নেতা বাহালুল মাতুব্বর, স্বেচ্ছাসেবকদল নেতা মো. মাসুদ বেপারী, শ্রমিকদল নেতা মোতালেব পেয়াদা, আকোটেরচর বিএনপির সভাপতি হাবিব চুকদার, যুবদল নেতা মনিরুজ্জামান, ছাত্রদল নেতা মশিউর রহমান প্রমুখ।
জনসভায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য