ভাঙ্গায় উলামা পরিষদের কমিটি মুফতি শফিকুল ইসলাম মাদানী সভাপতি

  • ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সমস্ত আলেম উলামাদের কে সমন্বয় করে, "ভাঙ্গা উপজেলা ওলামা পরিষদ" নামে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এতে মুফতি শফিকুল ইসলাম আল মাদানীকে (প্রতিষ্ঠাতা পরিচালক দারুস সুন্নাহ মাদ্রাসা কাউলীবেড়া ও মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী ঢাকা) সভাপতি এবং মাওলানা মাসুদুর রহমানকে ( মুহতামিম, পূর্ব হাসামদিয়া রহমানিয়া মাদ্রাসা, ভাঙ্গা) সাধারণ সম্পাদক করে , ভাঙ্গা উপজেলা উলামা পরিষদের কমিটি  আজ শনিবার সকালে পূর্ব হাসামদিয়া রাহমানিয়া মাদরাসা মসজিদে উপস্থিতি সকলের সম্মতিতে ঘোষণা করা হয়। 

মাওলানা আবদুল্লা বাদশার সভাপতিত্বে এবং মাওলানা আবুল খায়ের সেলিমের সন্ঞ্চাচালনায় আরও  বক্তব্য রাখেন ইকামাতে দ্বীন কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ আবু ইউসুফ মৃর্ধা, মাওলামা নুরুল ইসলাম, মাওলানা হায়দার হোসেন, মাওলানা ইব্রাহিম, মহিলা মাদরাসার অধ্যক্ষ মাও,নুরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবুল কালামসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মসজিদের ঈমামগন।

অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহিদের আত্বার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য