আন্দোলনে নিহত শহীদ পরিবারে জামায়াতের অর্থ সহযোগিতা 

  • মো. সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: 
  • মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ ০২:০৮:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার হাকিমপুর উপজেলায় গত ৫ আগস্ট, নিহত ২ শহীদের কবর জিয়ারত এবং পরিবারে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের পক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

শহীদ মুহতাসিম ফাহিম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামে বিকেল সাড়ে ৫ টায় কবর জিয়ারত এবং আর্থিক সহযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জয়পুরহাট জেলা আমীর ডাঃ ফজলুর রহমান শহীদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জয়পুরহাট জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া, দিনাজপুর দক্ষিণ জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জয়পুরহাট জেলা শিবিরের সভাপতি জুয়েল রানা ও শিবিরের জেলা দক্ষিণ সেক্রেটারি সাজেদুর রহমান সাজু প্রমূখ।

হাকিমপুর উপজেলার বড় ডাঙাপাড়া গ্রামে শহীদ সূর্য এর পরিবারে সন্ধ্যা ৭ টায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম ও জেলা শিবিরের সেক্রেটারি সাজেদুর রহমান সাজু প্রমুখ। 

অতিথিবৃন্দ বলেন, আল্লাহ তাআলা ছাত্র আন্দোলনের নিহত সকলকে শহীদ হিসেবে কবুল করুন এবং ছাত্র, যুবক ও দেশবাসীর রক্তের বদলায় আল্লাহর জমীনে আল্লাহর দীন কায়েমের জন্যে সর্বাত্মক চেষ্টা করার তাউফীক দান করুন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের পক্ষে প্রত্যেক পরিবারকে ১ লক্ষ টাকা করে সহযোগিতা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য