সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নিহত ছাত্রদের প্রতি সহমর্মিতা জানিয়ে এবং চাকুরীতে বিদ্যমান কোটার বিরোধিতা করে ফরিদপুরের সদরপুরে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদরপুর সরকারি কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছাত্র ছাত্রীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’ ‘আমি কে তুমি কে, রাজাকার রাজাকার’ সহ বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে সদরপুর কলেজ ক্যাম্পাস থেকে মেইন রোড হয়ে বাজার ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে মিছিলকে সমাবেশে রূপান্তরিত করে।
বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় সাধারণ ছাত্র ছাত্রীরা হাতে লেখা সাদা কাগজের ব্যানার নিয়ে সদরপুর কলেজ ক্যাম্পাসে জমায়েত হতে থাকে। সদরপুর থানার একদল পুলিশ আগে থেকেই কলেজ গেটে প্রস্তুত ছিলেন। সময় বাড়ার সাথে সাথে ক্যাম্পাস পূর্ণ হয়ে যায়। পুলিশ আন্দোলনরত ছাত্রদের ক্যাম্পাসের ভিতরে থাকার অনুরোধ করে এবং এক পর্যায়ে মেইন গেট বন্ধ করে দেয়। কিন্তু ছাত্ররা পুলিশের বাঁধা উপেক্ষা করে গেট খুলে মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে আসে।
মিছিল শেষে কলেজ পুনরায় ক্যাম্পাসে ফিরে সমাবেশ শুরু করে। সময়ের সাথে সাথে মুহূর্মূহ স্লোগানে সমাবেশ উত্তপ্ত হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা রাবার পুলিশ বুলেট ছুঁড়লে সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায় তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
মন্তব্য