ভাঙ্গায় আওয়ামী লীগের পাল্টা সংবাদ সম্মেলন

  • নিজস্ব প্রতিবেদক : 
  • মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ০১:০৬:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ সম্পর্কে মিথ্যা, বানোয়াট, অশ্লীল, কুরুচিপূর্ণ, রাজনৈতিক শিষ্টাচার বর্জিত অশালীন বক্তব্যের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকালে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন। 

লিখিত বক্তব্যতে তিনি বলেন, অত্যন্ত বেদনা বিধুর বিষাদে ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, আমাদের শান্তির জনপদ ভাঙ্গা তথা ফরিদপুর-৪ এর জনমানুষ এখন নিজ ভূমে পরাধীন। কোন এক উদ্ভট উটের পিঠে চলছি আমরা। 

অন্যায়ের কাছে ন্যায়, মিথ্যার কাছে সত্য বার বার নির্যাতিত, লাঞ্চিত, পরাজিত হচ্ছে। মানুষের মানবাধিকার বাক স্বাধীনতা গণতন্ত্র, ভোটাধিকার অন্তর্ধান হয়ে যাচ্ছে ক্রমশ। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার হচ্ছে অপমানিত, লাঞ্চিত, তাদের চেহারা এখন মলিন নকশিকাঁথা। অথচ স্বাধীনতা বিরোধী শক্তি এখানে হচ্ছে সমাদৃত।

তিনি আরও বলেন, গত ২৭ মে এক বক্তব্যে ফরিদপুর-৪ এর স্বতন্ত্র এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন সাহেব অত্যন্ত ক্রোধপূর্ণ বডি ল্যাংগুয়েজে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ভাঙ্গার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মরহুম এস.এম নুরুন্নবী সাহেবের সুযোগ্য সন্তান সাবেক ছাত্র নেতা বর্তমান ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এস.এম. ইশতিয়াক আরিফ সম্পর্কে মিথ্যে বানোয়াট, অশ্লিল, কুরুচিপূর্ণ, রাজনৈতিক শিষ্টাচার বর্জিত অসালীন বক্তব্য রেখেছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

সম্প্রতি তার অনুচরেরা সংবাদ সম্মেলন ডেকে রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ফরিদপুর কোতয়ালী থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাইফুল আলম নিলু সম্পর্কে যে অসালীন ও ঔদ্যত্তপূর্ণ বক্তব্য রেখেছেন এবং ইশতিয়াক আরিফ সম্পর্কে মিছিলে অশ্লিল স্লোগান দিয়েছে আমরা তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

এ ছাড়াও আমাদের অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের ৬ বারের নির্বাচিত প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান জননেতা কাজী জাফর উল্লাহ ও অন্যান্য সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে বিভিন্ন সময়ে যে অবাঞ্চিত, অরাজনৈতিক, শিষ্টাচার বর্জিত বক্তব্য প্রদান করেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রত্যাখ্যান করছি।

সাইফুর রহমান মিরন আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় নেত্রী আপনি খবর নিয়ে জানুন সম্প্রতি ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে কি ধরনের অনিয়ম ও দূর্ণীতি হয়েছে? ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা কতোটা অত্যাচারিত। মাননীয় নেত্রী আপনি যদি শক্ত হাতে তাকে নিবৃত্ত না করেন তাহলে বর্তমান সরকারের ভাবমূর্তি দেশে ও বিদেশে মারাত্মক ভাবে প্রশ্ন বিদ্ধ হবে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে এই স্বেচ্ছাচারী জনপ্রতিনিধিত্বর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন মাতুব্বর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠুন চক্রবর্তী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর উল্লাহ’র বিশেষ সহকারী তৌহিদুর রহমান বুলবুল প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য