বেসরকারি উন্নয়ন সংস্থা 'আশা'র শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত গাইবান্ধার সুন্দরগঞ্জে ঝড়ে পড়া রোধে ৬ষ্ঠ-৮ম শ্রেণি শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ছাপড়হাটী এস সি উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ছাপড়হাটী এস সি উচ্চ বিদ্যালয়ে সম্মেলন কক্ষে প্রধান শিক্ষক আব্দুল আহাদ বকুলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,আশা শিক্ষা কর্মসূচির বিভাগীয় অফিসার আনিছুর রহমান,মোখলেছুর রহমান শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আজাদুল হক সহ আরো অন্যরা।
এ সময় বক্তব্যে বলেন,শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতনার সাথে এগিয়ে আসতে হবে। তবেই প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখতে পারবে'। পৃথক সমাবেশে ২ শতাধিক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য