২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন ওয়াদুদ মাতুব্বর

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি: 
  • বুধবার, ২২ মে ২০২৪ ০১:০৫:০০
  • কপি লিঙ্ক

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল বোটের ব্যবধানে ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন মো. ওয়াদুদ মাতুব্বর।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে  বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই ভোটগ্রহণ।

ভোট গননা শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল  ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালি।

উপজেলায় নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান পদে মো. ওয়াদুদ মাতুব্বর (আনারস প্রতীক) ৩৭হাজার ৭শ' ৪৭ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. ওয়াহিদুজ্জামান  (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ৫৩৬৫ ভোট। 

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মো. শওকত হোসেন মুকুল টিউবওয়েল প্রতীকে ১৬হাজার ৪১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আছাদ মাতুব্বর চশমা প্রতীকে পেয়েছেন ১২হাজার ৮৪ ভোট ও মোঃ বাদল হোসেন তালা প্রতীকে পেয়েছেন ১০হাজার ৩৬৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোর্শেদা খানম ফুটবল প্রতীকে ১৫ হাজার ৫৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. শিরি বেগম কলস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫৫৩ ভোট। 

সালথা উপজেলায় মোট ৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ১শ ৪৮। যার মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৪শ ৪৪ ভোট ও মহিলা ৬৭ হাজার ৭শ ৪ ভোট।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য