চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

  • চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি :
  • রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ০৭:০১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসনে ৫টি দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৮জানুয়ারি)উপজেলার চর হাজিগঞ্জ বাজারে ৪টি চাউলের দোকান ও একটি মুদি দোকানে বিক্রির জন্য রাখা চাউলের বস্তায় প্লাস্টিকের বস্তা ব্যবহারে কারনে এসব জরিমানা করা হয়।

চর হাজিগঞ্জ বাজারে পাঁচটি দোকানে অভিযান চালিয়ে ১০হাজার টাকা জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বিথী।অভিযানে প্রত্যেক প্রতিষ্ঠানকে কে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে নিযুক্ত পেসকার  রাসেল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী ৫ টি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য