চরভদ্রাসন উপজেলায় বর্ষাপ্লাবিত প্লাবনভূমিতে পোনামাছ অবমুক্ত

  • চরভদ্রাসন (ফরিদপুর)প্রতিনিধি :
  • সোমবার, ০২ অক্টোবর ২০২৩ ০৪:১০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ৩টি প্রাতিষ্ঠানিক পুকুর ও ২ টি বর্ষাপ্লাবিত প্লাবনভূমিতে মোট ৬৪৫.১৬ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
@চর অযোধ্যা  মাধ্যমিক স্কুলের পুকুর।
@মডেল মসজিদের পুকুর
@গোপালপুর চরের আশ্রয়ণ কেন্দ্রের পুকুর
@এম.কে ডাংগী প্লাবন ভূমি
@হাজিডাংগী প্লাবনভূমি

উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব প্রশান্ত কুমার সরকার,উপজেলা মৎস্য  কর্মকর্তা মোঃমোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাহিদ তালুকদার,ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি মোঃকাশেম খা । এছাড়া উপস্থিত ছিলেন পোনা অবমুক্তকরণ বিভিন্ন পয়েন্টের সুফলভোগীগণ ।
উপস্থিতিতে কার্যক্রম পরিচালনা করেন জনাব মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা। জেলা মৎস্য কর্মকর্তা জনাব প্রশান্ত কুমার সরকারের নেতৃত্বে জেলার মনিটরিং টিম সরেজমিনে কার্যক্রম তদারকি করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য