চরভদ্রাসন থেকে চুরি যাওয়া মালামাল সদরপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

  • চরভদ্রাসন প্রতিনিধি:
  • মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ০৯:০৯:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসনে একটি গোডাউনে চুরির ঘটনায় চোর চক্রের এক সদস্যসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আসামির কাছ থেকে ৩ লাখ টাকার মূল্যের ডেকোরেটরের মালামাল উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত হলো- উপজেলার হরিরামপুর গ্রামের কলকটি (ভাঙ্গার মাথা) এলাকার মৃত- গনি খার ছেলে সোহেল খাঁ (২৬)।

চরভদ্রাসন থানা পুলিশ সূত্রে  জানা যায়, উপজেলার সদরের ডাক বাংলো সংলগ্ন সদর বাজারের ডেকোরেটর ব্যবসায়ী মো. মোস্তফা কামাল গোডাউন ভাড়া নিয়ে তার ব্যবসায়ী মালামাল রাখে।

গত ১৬ আগস্ট, ২০ আগস্ট ও ১০ সেপ্টেম্বর কয়েক দফায় গভীর রাতে তালা ভেঙে চোঁরেরা তার গোডাউনের ভেতরে প্রবেশ করে।

এ সময় চোর চক্রের সদস্যরা তার গোডাউন থেকে বিয়ে বাড়িতে রান্নার বড় বড় ৬ টা সসপেন, ৫ টা ঢাকনা, ১ শ' পিছ পানির গ্লাস ও ৪ টি ছামান চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজার নির্দেশনায় চরভদ্রাসন থানা পুলিশের একটি টিম আসামির অবস্থান শনাক্তপূর্বক গ্রেপ্তার-সহ মালামাল উদ্ধারে অভিযান চালায়।

পরবর্তীতে চরভদ্রাসন থানার এসআই মো. শাহিনুল ইসলামের নেতৃত্বে এএসআই আলি আকরাম ও তার টিম ১১ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পার্শ্ববর্তি সদরপুর থানার পেয়াজখালি নামক এলাকার একটি বাড়ি থেকে এক আসামিকে গ্রোপ্তার করেন।

এ সময় পুলিশের তদন্তে চুরি যাওয়া মালামাল কেনার দায়ে একই এলাকা থেকে মোজাহার প্রামাণিক (৫১) নামে আরেক আসামিকে আটক করে উক্ত চুরি যাওয়া মালামাল উদ্ধার করে থানায় জব্দ করা হয়।

এ ব্যাপারে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, উক্ত চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২।

পরে থানা পুলিশের অভিযানে এ ঘটনায় জড়িত দুই জনকে আটক করে মঙ্গলবার ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। এর সাথে জড়িত এ জাহারভুক্ত অপর এক আসামিকে দ্রুত আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য