ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বাংলাদেশের উন্নয়নের রূপকার গণমানুষের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।
তিনি বলেন, বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীণ হয়েছে। উন্নয়ন করেছেন শেখ হাসিনার সরকার। স্বাধীনতার ৫৩ বছরে কোন সরকার দেশ উন্নয়ন করতে পারেনি। শেখ হাসিনার মেঘা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশ হবে সিঙ্গাপুর-মালেশিয়ার মতো উন্নত দেশ। তাই শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন, আমরা হিন্দু-মুসলিম মিলে দেশ গড়ে তুলব।
বৃহস্পতিবার রাতে সদরপুরের বাইশরশি নিত্যানন্দ সেবাশ্রম শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি বক্তব্যে এসব কথা বলেন।
নিত্যানন্দ সেবাশ্রমের সভাপতি খোকন সাহার সভাপতিত্বে ও এনামুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত নামযজ্ঞ অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুুর জেলা পরিষদের চেয়ারম্যন মো. শাহাদাদ হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যন কাজী জাফর, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, নুরুল্লাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম শাহাবুর, সাবেক চেয়ারম্যান তারেকুর রহমান নিক্সন সমর্থিত, হিন্দু প্রতিনিধি, নিক্সন সমর্থিত বিভিন্ন নেতাকর্মী।
মন্তব্য