ফরিদপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
আজ শনিবার (১৮ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিক্সন চৌধুরীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগসহ ফরিদপুর, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মজিবুর রহমান চৌধুরী নিক্সন ফরিদপুর-৪ আসন থেক দুইবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই প্রথম বারের মত আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্তমান কমিটির প্রেসিডিয়াম সদস্য।
মন্তব্য