উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ভোট দিন: নিক্সন চৌধুরী

  • সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১২:১০:০০
  • কপি লিঙ্ক

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ভোট  দিতে হবে আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। 

তিনি বলেছেন, আমার এলাকায় যদি আপনারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চান তাহলে আগামী নির্বাচনে অবশ্যই শেখ হাসিনাকে ভোট দিন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে সদরপুর উপজেলার চর বিষ্ণপুর ইউনিয়নের হামার বাড়ি-শ্রীরামদী হাট সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই রাস্তা, ঘাট, স্কুল, কলেজ, মসজিদ মাদরাসাসহ সকল সেক্টরে উন্নয়ন হয়েছে।

আপনারা আমাকে ভালোবেসে দুই দুইবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে আমার দেওয়া ওয়াদা ও ঈমানি দায়িত্ব পালন করছি। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার চেষ্টা করছি। তাই আগামীতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

চর বিষ্ণপুর ইউনিয়নের সমাজসেবক লতিফ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল, ভাইস চেয়ারম্যান  মিজানুর রহমান শিকদার, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউপি চেয়ারম্যান কাজী জাফর, সদরপুর ইউপি সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ও দলের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য