প্রাইভেটকার-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৭

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ০৩:০৭:০০
  • কপি লিঙ্ক

সিলেট-ভোলাগঞ্জ সড়কের খাগাইলে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছন। এর আগে একই দিন সকালে কোম্পানীগঞ্জ উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, বৃহস্পতিবার সকালে ছয়জন হাসপাতালে আসার আগেই নিহত হয়েছেন। তবে আশঙ্কাজনক অবস্থায় থাকা একজন হাসপাতালে মারা গেছেন।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ভোলাগঞ্জগামি একটি মাইক্রোবাস ও ভোলাগঞ্জ থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি যানবাহনই সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত ও দুজন আহত হন। পরে হাসাপতালে আরও একজন নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য