ফরিদপুর জেলা ছাত্রলীগের জরুরি সভা

  • আবু নাসের হুসাইন, ফরিদপুর: 
  • শুক্রবার, ২৬ মে ২০২৩ ০১:০৫:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগ আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী রিয়ানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সহ সভাপতি শফিকুল ইসলাম মধু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ সোহান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা, পৌর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মীর মো. শান্ত প্রমুখ।

সভায় সাংগঠনিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা পূর্বক আগামী ২৭ মে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানকে ফরিদপুর সদর হাসপাতালের সামনে হতে কবি জসিমউদদীন হলে অনুষ্ঠিতব্য ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মিছিল সহকারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য