জাকের পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • বুধবার, ২৪ মে ২০২৩ ০১:০৫:০০
  • কপি লিঙ্ক

বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) হুজুর কেবলাজানের উত্তরাধিকার, জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে ফরিদপুরে জাকের পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বাদ জোহর ফরিদপুর জেলা জাকের পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে এসময় জেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক ফকির আঃ মান্নান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফজলুল হক, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি আলমগীর কবির, সাধারন সম্পাদক বায়েজিদুর রহমান, মধুখালী উপজেলা সভাপতি আব্দুর রব, সহ-সভাপতি আব্দুর রহমান, চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা হোসেন খান, জেলা ছাত্রফ্রন্টের  সাধারন সম্পাদক জামাল হোসেন সহ জেলা, উপজেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জাদু মিয়া উপস্থিত সবাইকে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের হুকুমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জাকের পার্টির চেয়ারম্যান স্যারের হুকুম মাথায় নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাল্লাহ।

আলোচনা সভা শেষে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য