সুন্দরগঞ্জে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

  • গাইবান্ধা প্রতিনিধি:
  • বুধবার, ২৪ মে ২০২৩ ০১:০৫:০০
  • কপি লিঙ্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জের লালচামারে রিক্সাচালক শাহজাহান  হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে স্থানীয় সুন্দরগঞ্জ- কামারজানী বাধের রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করা  হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসীরা স্বতঃস্ফূর্তভাবে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সব শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সোমবার ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন নিহতের বড় ভাই আবু বকর, আজগার আলী, নিহতের স্ত্রী জান্নাতি বেগম, মোছাঃ মীম খাতুন, মোছাঃ জরিনা আক্তার, আনোয়ারা প্রমুখ।

বক্তারা বলেন, নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন, দুজন আসামি জামিনে এসে আবারও নিহতের ছেলেকে মারপিট করেছেন।
দ্রুত সকল আসামীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তারা।

উল্লেখ, পাট ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে আসামী জহুরুল গংদের সাথে কথাকাটির এক পর্যায়ে মারপিটে নিহত হয় শাহজামাল।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য