আড়িয়াল খাঁ নদ থেকে শিশুর লাশ উদ্ধার

  • অনলাইন
  • বুধবার, ১০ আগস্ট ২০২২ ০১:০৮:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চান্দ্রা ইউনিয়নে আড়িয়াল খাঁ নদে ভাসমান গলিত শিশুর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে ৯৯৯ ফোন পেয়ে লাশটি উদ্ধার করা হয়। শিশুটি ছেলে না মেয়ে শনাক্ত করা সম্ভব হয়নি বলে পুলিশ জানায়।

পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মাসুদ জানান, ট্রিপল নাইনে সংবাদ পেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। একটি মামলা নিয়ে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। পরিচয় না মিললে ডিএনএর নমুনা রেখে লাশটি আঞ্জুমানে মফিজুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য