জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ প্রতিযোগিতার আয়োজন করে সোশিওলজি ক্লাব।
অনুষ্ঠানে সোশিওলজি ক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সাবিনা শরমীন।
প্রতিযোগিতায় বিভাগটির পাঁচটি দল অংশগ্রহণ করে। তিন সেশনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিজয়ী হন ১৫ তম আবর্তন ও রানার্স আপ হন ১৭তম আবর্তন দল।
এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আশেক মাহমুদ ও শিরিন হেনা এবং জবি ডিবেটিং ক্লাবের শারমিন সুলতানা নিশি ও আব্দুল মইন।
মন্তব্য