পরিবার পরিজন নিয়ে কিছুটা ভাল থাকার আশায় অনেকেই পারি জমায় বিদেশে। তারা বুঝতে পারে না কোন পথটা তাদের জন্য নিরাপদ। সঠিক পথে বিদেশ গেলে পরিবার পরিজন নিয়ে আরও ভাল থাকা যায়। আত্মীয় বা দালাল মাধ্যেমে বিদেশে পারি জমালে বেশীর ভাগ সময় হয়ে উঠে হিতে বিপরীত।
এ জন্য সরকারী রিক্রুট এজেন্সির মাধ্যেমে বিদেশে যাওয়ার কোন বিকল্প পথ নেই বলে গ্রামীণ জনপদের সকলকে জনসচেতন করার লক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়ন কার্যালয়ের সেমিনার কক্ষে রোববার দুপুরে বিদেশ ফেরতদের পুনবেকত্রীকরনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
সেমিনারে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, গৃহবধূ, যুবক, যুবতীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
সুইজার ল্যান্ডের আর্থিক সহযোগিতায় রি-ইন্টিগেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কশপ ইন বাংলাদেশ ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম দিনব্যাপী কর্মশালার আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খবির উদদীন, সচিব মামুনুর রশীদ, মেম্বার আলম মুনসী, সাহেব আলী, আলী আকবর, ব্রাকের ফিল্ড অর্গানাইজার মামুনুর রশীদ, পার্থ কুমার প্রমুখ।
মন্তব্য