জবি আবৃত্তি কর্মশালার ফলাফলে প্রথম ওমর - দ্বিতীয় জুনায়েত 

  • জবি প্রতিনিধি 
  • বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ ০৬:০৮:০০
  • কপি লিঙ্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ১৯ তম কর্মশালার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে ওমর ফারুক ও জুনায়েত শেখ।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ২টায় জবি আবৃত্তি সংসদের সভাপতি জনাব এহসানুল হক রকি এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়াও তৃতীয় স্থান মোহাম্মদ ইব্রাহিম হোসাইন, চতুর্থ স্থান ফাতেমা তুজ জোহরা এবং পঞ্চম স্থান সামিয়া রহমান অধিকার করেন। ১৯ তম কর্মশালার পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। 

 আবৃত্তি সংসদের সভাপতি জনাব এহসানুল হক রকি বলেন, আমারা দীর্ঘদিন ধরে আবৃত্তি চর্চাকে বেগবান করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি এবং আমরা চাই নতুনদের সাথে নিয়ে সংগঠনের সক্রিয়তা আরো বেগবান হোক। 

 আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক জনাব মোঃ রিয়াজুল ইসলাম বলেন, আবৃত্তি এবং বাচন শিল্পকে প্রচার এবং প্রসারের লক্ষ্যে এই ধরনের কর্মশালা  কোন বিকল্প নেই। আমরা শিল্পকে টিকিয়ে রাখা এবং সমাজের সর্বস্তরে সংস্কৃতি চর্চাকে প্রাণবন্ত করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই এই কাজের ধারা অব্যাহত থাকুক।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ তিন মাস ব্যাপী আবৃত্তি ও উপস্থাপনা এর কর্মশালা পরিচালনা করেছিল। আবৃত্তি কর্মশালায় হামিং ,ব্রিদিং, স্বরসাধন, উচ্চারণ, বাকজড়তা মুক্তি, উপস্থাপনা, রিপোর্টিং, রেডিও জকি, সংবাদ পাঠ, আবৃত্তি নির্মাণ ,শুদ্ধ পাঠ ও বাচন শৈলী, ইত্যাদি বিষয়ের উপর তিন মাস ব্যাপী ক্লাস পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য