যথাসময়েই হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

  • নিজস্ব প্রতিবেদক
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ১২:১২:০০
  • কপি লিঙ্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচি যথাসময়েই অনু্ষ্ঠিত হবে। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১২টায় এক সংবাদ সম্মেলনে এসব জানান আন্দোলনের একাধিক নেতৃবৃন্দ।

তারা বলেন, আগের ঘোষিত সময়েই কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে কর্মসূচি স্থগিত করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কর্মসূচি সময়মতো এবং পরিকল্পনা অনুযায়ী হবে, এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

এর আগে সামাজিক মাধ্যমে কর্মসূচি স্থগিত হওয়ার একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। তবে এটিকে ভুয়া বলে ফেসবুক পেজে নিশ্চিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখন পর্যন্ত কর্মসূচি স্থগিত হওয়ার কোনো ঘোষণা আসেনি বলেও জানিয়েছেন আন্দোলনের নেতৃবৃন্দ।

এদিকে, গত ২৯ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, তারা ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে। সরকারের পক্ষ থেকে একই দিন জানানো হয়েছে, 'জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র' কিছু দিনের মধ্যে প্রস্তুত করা হবে।

এদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য