জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, খুনের রাজত্ব কায়েম করতে আওয়ামী লীগ সরকার ২০৪১ সাল পর্যন্ত বাংলাদেশকে লিজ নিয়েছিল।
তারা বলতো এই দেশ তাদের রাজত্ব, তারা বাড়ির মালিক আর বাকি ১৮ কোটি মানুষ ভাড়াটিয়া। জনগণ ৫ বছরের জন্য রায় দিবে সে সুযোগ আর তারা দেয়নি।
জামায়াত আমির আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে কুকুর ঘুমিয়েছিল মানুষ ভোট দিতে যায়নি, কিন্তু তারপরও তারা বলছে ৪২% মানুষ ভোট দিয়েছে।
রোববার বিকেলে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াত ইসলাম আয়োজিত জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
সভাটি জেলা জামায়াতের আমির, মাওলানা বদরউদ্দিন এর সভাপতিত্বে, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামের সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জেলা জামাতের সেক্রেটারি প্রফেসর আব্দুল ওহাব সহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
মন্তব্য