ফরিদপুরের সদরপুর বাজারে একরাতে ৩ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মাদ্রাসা মার্কেটের রিয়াদ টেলিকমের কেঁচি গেট ও সাটারের তালা কেটে ৬৫টি এন্ড্রয়েড মোবাইল, কলেজ মোড়ের নগদ অর্থ দোকানের চালের টিন কেটে ঘরে ঢুকে ৩টি এন্ড্রয়েড মোবাইল, নগদ অর্থ, মূল্যবান জিনিসপত্র এবং এইচ এম স্যানিটারী থেকে একই ভাবে নগদ অর্থ ও হার্ডওয়ার সামগ্রী চুরি হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দোকান মালিকেরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদরপুর থানা পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) এম স্যানিটারীতে ও রিয়াদ টেলিকমে গভীর রাতে এইচ সিসিটিভি ফুটেজ অনুসারে সকাল ৬.২৫ মিনিটে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।
রিয়াদ টেলিকমের প্রোপ্রাইটর মিজানুর রহমান হাওলাদার বলেন, কেঁচিগেট ও সাটারের তালা কেটে আমার দোকান থেকে ৬৫টি বিভিন্ন ব্রান্ডের এন্ড্রয়েড মোবাইল নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকার মত। সকালে দোকান খুলতে এসে দেখি তালা নেই, ভেতরে মোবাইল নেই। সিসিটিভি থেকে দেখা যায় সকাল ৬.২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
মোল্লা সেনেটারী এন্ড হার্ডওয়্যার এর পরিচালক মো. সামাদ মোল্লা বলেন, সকালে দোকানে এসে দেখি সবকিছু এলোমেলো, উপরে টিন কাটা। চোরে ৩টি এন্ড্রয়েড মোবাইল, মিনিট ও এমবি কার্ড, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। একইভাবে এইচ এম স্যানিটারী থেকেও নগদ অর্থ ও মূল্যবান স্যানিটারি পণ্য নিয়ে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর লুৎফর রহমান।
এ প্রসঙ্গে সদরপুর থানা ইনচার্জ সুকদেব রায় বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আলামত সংগ্রহ করেছি। তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।






মন্তব্য