নরসিংদী-৪ আসনের নৌকার প্রার্থী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৭ জানুয়ারি) নির্বাচন চলাকালে ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কর্মকর্তারা বলেন, সকালে একদল কর্মী নিয়ে কেন্দ্রটিতে বেআইনিভাবে প্রবেশ করেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। তারা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে ১২টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা মার্কায় সিল মারেন। পরে ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানানোর পরপরই তিনি ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করেন।
পরে আইনশৃঙ্খলা বাহিনীকে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার পরপরই আমাকে জানাবেন।
তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষভাবে করতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের কোনো অভিযোগ থাকতে পারবে না।
বিষয়টি নিশ্চিত করে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাছিবা খান বলেন, মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
নরসিংদী-৪ আসনে ১টি পৌরসভা ও ২০টি ইউনিয়নে ১৫৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৬১০ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২ হাজার ৮২৭ জন, পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৭৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র্যাব টহলে ছিল। তাদের সঙ্গে ভোটের মাঠে ছিল সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে ছিল। এ ছাড়া প্রতিকেন্দ্রে ছিল ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য।
এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে।
এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।
এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
মন্তব্য