ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল ধর্মের মানুষ এক হয়ে ৭১-এ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। এই স্বাধীন দেশে সবার অধিকার সমান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার আছে বলেই, এই দেশে ধর্ম নিরপেক্ষতা আছে। এই সরকার যতদিন থাকবে ততদিন এই দেশে ধর্ম নিরপেক্ষতা থাকবে।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ফরিদপুরের সালথা উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্ডপ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লাবু চৌধুরী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সাথে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কাকে বুকে আগলে রাখুন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরূপ কুমার সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিচুর রহমান বালি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু অনন্ত বিশ্বাস, সাংগনিক সম্পাদক প্রহ্লাদ চন্দ্র শীল প্রমুখ।
আলোচনা শেষে পূজা মন্ডপ থেকে বর্ণাঢ্য র্যালী বের উপজেলা পরিষদের চত্বরসহ সালথা সদর বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
মন্তব্য