কাদিয়ানিদের ওপর হামলা লন্ডন থেকে মনিটরিং হয়েছে : তথ্যমন্ত্রী

  • অনলাইন
  • রবিবার, ১২ মার্চ ২০২৩ ১১:০৩:০০
  • কপি লিঙ্ক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পঞ্চগড়ের আহমদিয়াদের ওপর হামলার ঘটনা ঢাকা ও লন্ডন থেকে মনিটরিং করা হয়েছে। যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের বেশিরভাগই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। এখানে গণ্ডগোল লাগিয়ে সারা দেশে গণ্ডগোল লাগানোর উদ্দেশ্য ছিল তাদের।

রোববার (১২ মার্চ) পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা ও শালশিরি গ্রামে আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ২, ৩ ও ৪ মার্চ আহমদিয়াদের ওপর জঘন্যতম হামলা পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় আগে থেকেই উস্কানি ছড়ানো হয়েছে। বাঁশের কেল্লা, কাদিয়ানিদের বিরুদ্ধে ঐক্য পরিষদ, বিএনপি নেতা হারুন অর রশিদ ও রুমিন ফারহানার ফেইসবুক পেজ থেকে উস্কানি ছড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, তারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, সেই মহাপরিকল্পনার অংশ হিসেবে এই হামলা পরিচালনা করা হয়েছে। এই ঘটনায় যুক্তরা বেশিরভাগই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। তারা ব্যবহার করেছে অন্য ব্যানার। তারা আওয়ামী লীগ নেতার ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। ট্রাফিক অফিসে আগুন দিয়েছে। ডিসি অফিস, এসপি অফিস ও থানায় হামলার চেষ্টা করেছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত দল মত না দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে।

ইসলামের নামে কারো ওপর এমন হামলা করা ইসলাম অনুমোদন করে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারা ইসলামের নাম ব্যবহার করে, রাসুলের নাম ব্যবহার করে যারা মানুষের উপর হামলা করছে, সরকারি সম্পত্তি ও প্রশাসনের উপর হামলা করছে তারা ইসলামেরও শত্রু। তারা ইসলামের গায়ে কালিমা লেপন করছে। এই শত্রুদের প্রতিহত করার জন্য আমি দেশবাসীকে অনুরোধ জানাই। তাদের বিরুদ্ধে উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে আমরা বধ্যপরিকর।

তার সফরসঙ্গী হিসেবে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি, পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান উপস্থিত ছিল।

পরে মন্ত্রী বিকেলে কাদিয়ান অধ্যুষিত বাইতুল আফিয়্যাত মসজিদ প্রাঙ্গনে পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা এবং সালানা জলসার আহ্বায়ক আহমেদ তবশিরসহ আহমদিয়া মুসলিম জামাতের সদস্যদের নিয়ে মতবিনিময় করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য