বাজেটে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের কোনো জায়গা নেই: মির্জা ফখরুল

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ ০৬:৩৫:০০
  • কপি লিঙ্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পত্র-পত্রিকায় বাজেট সম্পর্কে যতটুকু দেখেছি, তাতে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের কোনো জায়গা নেই। এখন সাধারণ মানুষের নয়, সরকারের মদদপুষ্টদের উন্নয়ন হচ্ছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের বাজেট উপস্থাপনের এক ঘণ্টা আগে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, সরকার যে বলছে উন্নয়নের কথা। সেই উন্নয়ন কার? সেই উন্নয়ন শুধু যারা এই সরকারের মদদপুষ্ট, যারা সরকারের প্রশ্রয় পেয়েছে, যারা সরকারের আশ্রয় রয়েছে তাদের প্রবৃদ্ধি হয়েছে, হচ্ছে। সাধারণ মানুষের কোনো স্থান নেই। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আসুন, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে কাজ করি।
ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা ফখরুল আরও বলেন, আমাদের রাস্তায় নামতে হবে। নির্ভয়ে আমাদের কাজ করে বিজয় অর্জন করতে হবে। অবশ্যই আমরা যেখানে সফল হবো বলে আমি বিশ্বাস করি।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য