বিশ্ব ইজতেমা ময়দানে বেলা দেড়টায় বৃহত্তম জুমার নামাজে অংশগ্রহণ করতে ময়দানের চারপাশ থেকে লাখ লাখ মুসল্লি এখন টঙ্গীমুখী। বাস, ট্রেন, লঞ্চ, ট্রাক, রিকশা ও ব্যক্তিগত গাড়ি যোগে টঙ্গীমুখী জনস্রোত এখন বাঁধভাঙা। সবার লক্ষ্য ইজতেমা ময়দানে জুমার নামাজ পড়া।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-আশুলিয়া, ঢাকা-কালিগঞ্জসহ চারপাশের সড়ক মহাসড়কে প্রচুর ভিড়।
মুসল্লিদের টঙ্গীমুখী যাত্রার কারণে রাস্তায় যানবাহন কমে যাওয়ায় মানুষ পায়ে হেঁটে ময়দানে আসছেন। ইতোমধ্যে যারা ইজতেমা ময়দানে জামায়াত নিয়ে এসেছেন, তাদের ছাড়াও অনেক মানুষ শুধু জুমার নামাজ আদায় করতে ইজতেমা মাঠে আসছেন। জুমার নামাজের পর ভিড় কিছুটা কমবে বলে আশা করছেন মুসল্লিরা।
ইজতেমা ময়দানে ঘুরে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই বিশ্ব ইজতেমা ময়দান পরিপূর্ণ হয়ে গেছে।
মানুষ রাস্তার পাশে ফুটপাত ও নানা স্থানে অবস্থান নিয়েছেন।
বিশ্ব ইজতেমায় আসা গাজীপুরের সেলিম মিয়া বলেন, জুমার নামাজ পড়তে এসেছি। জুমার পর চলে যাব। আখেরি মোনাজাতে আবার আসব।
সিলেট থেকে আসা মুসল্লি ইলিয়াস আহমেদ বলেন, আজ সকালে এসেছি। জুমার নামাজ পড়ে আর যাব না। আখেরি মোনাজাত শেষে বাড়ি যাব।
আজকের জুমার নামাজে ইমামতি করবেন কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের।
এদিকে জুমার নামাজ নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা শুরু করেছে।
জলে, স্থলে ও আকাশ পথে বিশেষ টহল দিচ্ছে।
মন্তব্য