রাজধানীতে সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হামলায় অন্তত ২৮ জন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে ক্যামেরা। এ ছাড়া ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন।
দৈনিক ইত্তেফাক
পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া জার্নালিস্ট শেখ নাসির ও মারুফ হামলার শিকার হয়েছেন।
একুশে টেলিভিশন
রাজারবাগ এলাকায় একুশে টেলিভিশনের গাড়িতে হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। এ সময় আহত হন একুশে টিভির সাংবাদিক তৌহিদুর রহমান ও ক্যামেরাপারসন আরিফুর রহমান।
ভোরের কাগজ
নটর ডেম কলেজের সামনে বিএনপির কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন ভোরের কাগজের চিফ ফটো সাংবাদিক মাসুদ পারভেজ আনিস। তিনি জানিয়েছেন, তাকে মারধর করে ক্যামেরা নিয়ে গেছে যুবদল ও জামায়াত কর্মীরা। এ ছাড়া পল্টনে আহত হয়েছে নুরুজ্জামান শাহাদাত।
সময় টিভি
নয়াপল্টন-সংলগ্ন নাইটিঙ্গেল মোড়ে বিএনপি কর্মীদের হাতে আহত হয়েছেন সময় টিভির সাংবাদিক মারুফ।
আরটিভি
নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ চলাকালে আহত হয়েছেন আরটিভির সাংবাদিক কাহ্হার সামি। সংঘর্ষের সময় বিএনপি কর্মীদের ছোড়া ইট এসে তার গায়ে লাগে। এতে তার ডান হাত ও পেটে জখম হয়েছে।
কালবেলা
সংঘর্ষ চলাকালে হামলায় মারাত্মক আহত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক রাফসান জানি। প্রাণ বাঁচাতে তিনি সেগুনবাগিচার দিকে দৌড় দিলে হামলাকারীরা তার পিছু নিয়ে ব্যাপক মারধর করে। একপর্যায়ে রাফসান রাস্তায় পড়ে যান। এ সময় তার মাথা ও শরীরে বেদমভাবে আঘাত করা হয়। এ ছাড়া কালবেলার সাংবাদিক আবু সালেহ মুসা, রবিউল ইসলাম রুবেল এবং তৌহিদুল ইসলাম তারেক আহত হয়েছেন।
কালের কণ্ঠ
সংঘর্ষ চলাকালে কালের কণ্ঠের সিনিয়র ফটোগ্রাফার শেখ হাসান ও স্টাফ ফটোগ্রাফার লুৎফর রহমান হামলার শিকার হয়েছেন।
ইনকিলাব
বিএনপি-পুলিশ সংঘর্ষ চলাকালে দৈনিক ইনকিলাবের সাংবাদিক এস এম মাসুম আহত হয়েছেন।
গ্রিন টিভি
গ্রীন টিভির বিশেষ প্রতিনিধি রুদ্র সাইফুল্লাহ ও ক্যামেরাপারসন আরজু বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন।
ঢাকা টাইমস
ঢাকা টাইমসের স্টাফ রিপোর্টার সালেকিন তারিন হামলার শিকার হয়েছেন।
শেয়ার বিজ
শেয়ার বিজের সাংবাদিক হামিদুর রহমান পুলিশের টিয়ারশেলে আহত হয়েছেন।
নিউ এইজ
বিএনপি-পুলিশ সংঘর্ষ চলাকালে হামলায় আহত হয়েছেন নিউ এইজের আহাম্মদ ফয়েজ।
বাংলা ট্রিবিউন
বাংলা ট্রিবিউনের সালমান তারেক শাকিল, ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন এবং জোবায়ের আহমেদ আহত হয়েছেন।
আমার সংবাদ
আমার সংবাদের মাল্টিমিডিয়া সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান বিএনপি কর্মীদের হামলায় আহত হয়েছেন।
ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার আহত হয়েছেন।
দেশ রূপান্তর
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক আরিফুর রহমান রাব্বি হামলার শিকার হয়েছেন।
আমাদের সময়
দৈনিক আমাদের সময়ের চিফ ফটো সাংবাদিক মো. মেহরাজ বিএনপি কর্মীদের হামলায় আহত হয়েছেন।
যমুনা টেলিভিশন
নাইটিঙ্গেল মোড়ে যমুনা টেলিভিশনের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
মানবকণ্ঠ
রাজারবাগে মানবকণ্ঠের মনির জারিফের প্রেস লেখা সম্বলিত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য