আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী 

  • অনলাইন
  • বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ০১:১০:০০
  • কপি লিঙ্ক

আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আনসার সদস্যদের পুলিশের মতো গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়নি, দেওয়া হবেও না। তিনি জানিয়েছেন, আনসার সদস্যরা পুলিশের সমান ক্ষমতা পাচ্ছে বলে যেসব খবর প্রচারিত হচ্ছে সেগুলো সত্য নয়।

আজ বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।

এখানে আমি শুনতে পাচ্ছি আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে। এগুলো টোটালি মিসইনফরমেশন। এগুলো প্রপাগান্ডা। আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, দেওয়া হবে না। ’ 
তিনি আরও বলেন, নতুন যে আইনটি হচ্ছে সেটা আনসার সদস্যরা পুলিশের সহায়তাকারী হিসেবে কাজ করবে। আইনটি এখনও সংশোধন করার সুযোগ আছে। কোনো অসঙ্গতি থাকলে সেটা ঠিক করা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য