মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। তিনি বলেন, নির্বাচন নিয়ে তারা কোনো প্রশ্ন করেনি, আমরাও কোনো উত্তর দেইনি।
শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
ড. শাম্মী আহমেদ বলেন, মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের ফরেন পলিসি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারা বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ও আন্তর্জাতিক নানান ইস্যু নিয়ে আমাদের চিন্তা-ভাবনা জানতে চেয়েছে। তারা জানতে চেয়েছে ভারত ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন, সাব-কন্টিনেন্টে যে দেশগুলো আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন এসব। আমরা আমাদের বিষয়গুলো তাদের জানিয়েছি। বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’, এটাই ফোকাস করা হয়েছে।
তিনি আরও বলেন, তারা নিজেরাও স্বীকার করেছে, চীন একটি ইকোনমিক পাওয়ার। চীন আমাদের অর্থনৈতিক পার্টনার। তারা জানতে চাচ্ছে, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন। আমরা জানিয়েছি, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। আমাদের দুর্দিন ৭১ সালে ভারত যেভাবে আমাদের পাশে ছিল, সেটাকে আমরা সম্মানের চোখেই দেখি। একই সঙ্গে ইউরোপ, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনার বিষয় ছিল।
‘এ ছাড়া ভারতে হিন্দুত্ববাদের জাগরণ নিয়ে তারা একটা প্রশ্ন করেছে। আমরা উত্তর দিয়েছি, আমরা কারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না। ভারতে কী হচ্ছে বা চীন কী হচ্ছে, এটা তাদের দেশের জনগণের বিষয়। এগুলো আমাদের দেখার বিষয় না’, যোগ করেন ড. শাম্মী আহমেদ।
এর আগে, বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন বিকেল ৪টার দিকে কার্যালয়ে পৌঁছালে মার্কিন প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান। প্রতিনিধিদলে ছিলেন ইউএস ইনস্টিটিউট ফর পিস (ইউএসআইপি)-এর প্রতিনিধি জেফরি ম্যাকডোনাল্ড, ডেন মার্কি এবং ইশা গুপ্তা।
মন্তব্য