বিএনপি ঢাকা অবরোধ করতে গিয়ে পালিয়েছে: তথ্যমন্ত্রী

  • অনলাইন
  • মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩ ০৩:০৮:০০
  • কপি লিঙ্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ঢাকা অবরোধ করতে গিয়ে নিজেরাই পালিয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের মতো বড় মাঠে জনসভার ডাক দিয়ে বিএনপি মানুষ পায় না বলেই নয়া পল্টনে তারা সমাবেশ করে।

বিটিভির রংপুর উপকেন্দ্রে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আউট করতে গিয়ে বিএনপি নিজেই বোল্ড আউট হয়ে গেছে। 

তথ্যমন্ত্রী বলেন, গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করার অভিযোগ এনে কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দলে আখ্যায়িত করে পঞ্চমবারের মতো নেতাদের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা খারিজ করে দিয়েছে। বিরোধী রাজনীতিবিদদের আদর-আপ্যায়ন আওয়ামী লীগের রাজনৈতিক শিষ্টাচার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি তাদের আমলে আওয়ামী লীগ নেতাদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে।
এর আগে মন্ত্রী বাংলাদেশ টেলিভিশন রংপুর উপ-কেন্দ্রে দুটি গাছের চারা রোপণ করেন। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য