পূর্ব নির্ধারিত মাইল-এজ বা ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রেলের বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের সারা দেশে পালন করা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান। তিনি সবাইকে কাজে যোগ দেয়ার আহ্বান জানান।
এর আগে আজ বুধবার সকাল থেকে পূর্ব নির্ধারিত মাইল-এজ বা ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মন্তব্য