গত কয়েক ঘন্টা ধরে হামাস-ইসরায়েলের জিম্মি ও বিন্দি মুক্তির অবস্থা একনজরে দেখে নেওয়া যাক।
জিম্মি মুক্তি
ইসরায়েল জানিয়েছে জিম্মিদের আরো একটি দল ইসরায়েলি ভূখণ্ডে ফিরে এসেছে। গতকাল সন্ধ্যায় গাজা থেকে মুক্তি পেয়েছেন তারা। তাদের মধ্যে দশজন ইসরায়েলের নাগরিক এবং দুজন থাইল্যান্ডের নাগরিক।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলাকালীন গাজায় জিম্মি মোট ৮১ জনকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মধ্যে ৬১ জন ইসরায়েলি এবং সব নারী ও শিশু।
বন্দি মুক্তি
হামাসের সঙ্গে করা চুক্তির অংশ হিসেবে, ইসরায়েল রাতে আরো ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। এ নিয়ে মোট বন্দি মুক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮০ জন।
কাতারের মধ্যস্থতায় এই জিম্মি ও বন্দি মুক্তির চুক্তি হয়েছে। যেখানে বলা হয়েছিল, নারী, নাবালক ও শিশুদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েল কর্তৃক সংকলিত ৩০০ ফিলিস্তিনি বন্দির তালিকা থেকে মুক্তিপ্রাপ্তদের বেছে নেওয়া হয়েছে। যারা পাথর নিক্ষেপ থেকে শুরু করে হত্যা চেষ্টার প্ররোচনাসহ বিভিন্ন অপরাধের দায়ে অভিযুক্ত ছিল।
বর্ধিত যুদ্ধবিরতির সম্ভাবনা
গতকাল মঙ্গলবার ছিল যুদ্ধবিরতির টানা পঞ্চম দিন। ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র ইঙ্গিত দিয়েছে, বর্তমান জিম্মি-বন্দি বিনিময় চুক্তির অধীনে অতিরিক্ত পাঁচ দিনের যুদ্ধবিরতি হতে পারে। গাজায় হামাসের কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি সামরিক অভিযানে প্রায় এক হাজার ৫০০ লোক নিখোঁজ হয়েছে। এ ছাড়া ১৪ হাজার ৫০০ জন নিহত হয়েছে।
সূত্র: বিবিসি
মন্তব্য