সায়ন্তিকার সঙ্গে অভিনয়ের খবরে বিরক্ত জায়েদ খান!

  • অনলাইন
  • বুধবার, ০৯ আগস্ট ২০২৩ ০১:০৮:০০
  • কপি লিঙ্ক

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় পাঁচ বছর আগে শাকিব খানের ‘নাকাব’ সিনেমায় দেখা গিয়েছিল কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।

আর এবার শোনা যাচ্ছে, শিগগিরই বাংলাদেশের সিনেমায় অভিনেতা জায়েদ খানের বিপরীতে দেখা যাবে টালিপাড়ার এ অভিনেত্রীকে। সিনেমাটির নাম জানা না গেলেও পুরোপুরি বাণিজ্যিক ধারার এ ছবিটি পরিচালনা করবেন তাজু কামরুল। 

তবে এমন খবরে অনেকটাই বিরক্ত জায়েদ খান। একটি গণমাধ্যমকে তিনি বলেন, এসব কী রে ভাই, খামাখা একটা খবর। তাজু কামরুল এফডিসিপাড়ায় থাকেন। খামাখা আলোচনায় থাকতে চান। এটি অনন্য মামুনের পার্টি। কিছু মানুষ আছে, কোনো নিউজ না থাকলে, খবরে থাকতে, আলোচনায় থাকতে, খবর বানিয়ে ফেলেন। দেখেন না, অনন্য মামুন আমির খানের ভাইকে ছবিতে চুক্তি না করেই খবর ছড়িয়েছিল। এসব খুবই হাস্যকর ব্যাপার।

তবে অনেক আগে ওই পরিচালকের সঙ্গে একটি ছবি নিয়ে কথা হয়েছিল বলে জানান জায়েদ খান। তিনি বলেন, একটা ছবি নিয়ে প্রাথমিক একটা আলোচনা হয়েছিল তার সঙ্গে। কিন্তু কোনো চুক্তি বা চূড়ান্ত কোনো কিছুই হয়নি। এফডিসিতে এ রকম অনেক পরিচালকের সঙ্গে আমার ছবি নিয়ে আলোচনা হয়, হয়েছে। যদি প্রাথমিক আলোচনাতেই চূড়ান্ত ধরা হতো, তা হলে আমি ৫০টি ছবির ঘোষণা দিতে পারতাম।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য