সোহেল চৌধুরী হত্যা; আশিষ রায় চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২ ০৩:০৪:০০
  • কপি লিঙ্ক

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার আশিষ রায় চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মাদকদ্রব্য আইনে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক শামীম হোসেন।

অন্যদিকে আশিষ চৌধুরীর আইনজীবী তার জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন শুনানির জন্য ১০ এপ্রিল দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে আশিষ রায় চৌধুরীকে (৬৩) গ্রেফতার করা হয়। ৬ এপ্রিল রাতে আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন র‍্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য