নতুন চমক নিয়ে আসছে মৌসুমি মৌ

  • নিজস্ব প্রতিবেদক
  • শুক্রবার, ১২ মার্চ ২০২১ ১২:৪৭:০০
  • কপি লিঙ্ক

নতুন নতুন কাজ করে প্রতিনিয়তই নিজেকে উপস্থাপন করছে মৌসুমি মৌ। এবার নতুন একটি চমক আসছে তিনি। গুণী নির্মাতা চয়নিকা চৌধুরীর নির্মিত 'স্যারের মেয়ে' নাটকে স্যারের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বর্তমান সময়ের জনপ্রিয় টিভি উপস্থাপিকা মৌসুমি মৌ কে সব সময় বিভিন্ন টেলিভিশনে উপস্থাপিকা হিসাবে দেখা গেলেও এবার তাকে দেখা যাবে নাটকে।

নতুন এ নাটক নিয়ে খুবই আশাবাদী তিনি। ১১ মার্চ রাতে তার নিজস্ব ফেইসবুক এ্যাকাউন্ট থেকে 'স্যারের মেয়ে' নাটক নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। ফেইসবুক পোস্টে তিনি জানান-

ব্যক্তিজীবনে আমি প্রকৃতঅর্থেই স্যারের মেয়ে। আর এবার চয়নিকা দিদির নির্দেশনায় পর্দায় অভিনয় জগতের জীবন্ত কিংবদন্তী আবুল হায়াত স্যারের মেয়ের ভূমিকায় অভিনয় করেছি। 

গত ডিসেম্বরে বিশ্বসুন্দরী মুক্তির আগে চয়নিকা চৌধুরীর ইন্টারভিউ নিয়েছিলাম। তখন কাজ নিয়ে একটু কথা। পরে জানুয়ারিতে সিনোপসিস দিলেন গল্পের। গল্পের শিরোনাম বেশি ভালোলাগা তৈরি করেছে আমার।

যখন শুনলাম আবুল হায়াত স্যার আছেন, মনোজ প্রামাণিক আছেন তখন আগ্রহ আরো বেড়ে গেলো। আর চয়নিকা দিদির কথা আর নাইবা বলি। অনেকে প্রশ্ন করেছেন জানালাম না কিছু। আসলে জানানো মানা ছিল। তার থেকে বড় কথা সকল কিছুই আপেক্ষিক। না হওয়া পর্যন্ত বলা যায় না। আমি ভীষণ ভয়ে ছিলাম কেমন হবে। বেশ কয়েকজন মনে ভয় ঢুকিয়ে দিয়েছিলো। কিন্তু শুটিং শেষে অভিজ্ঞতা খুব ভালো।

চয়নিকা দিদি কাজের ক্ষেত্রে খুবই কেয়ারিং, ফ্রেন্ডলি এবং কম্ফোর্টেবল। আর্টিস্টকে খুব যত্ন করে তিনি প্রতিটা দৃশ্যের জন্য তৈরি করেন। সচেতনভাবে প্রতিটি শট তিনি বুঝিয়ে দিয়ে কাজটি করিয়েছেন। পুরোটা সময় দিদি ভীষণ সাপোর্ট করেছেন। হায়াত স্যার প্রথম সাক্ষাতেই গল্প করে আমার ভয় দূর করে দিয়েছেন। শুটিং সেটে একজন বাবা পেয়েছি আমি। তাঁর সঙ্গে করা প্রত্যেকটা দৃশ্য, সংলাপ তিনি রিহার্সাল করে করে আমাকে শিখিয়েছেন। আর ভবিষ্যতের জন্য দারুণ কিছু পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন। আর মনোজ প্রামাণিক একটা অস্থির মানুষ। ও না থাকলে এতো কম্ফোর্টভাবে রোমান্টিক দৃশ্য করা আমার পক্ষে কঠিন হয়ে যেতো। দক্ষ একজন অভিনেতা মনোজ কুমার প্রামাণিক। 

সে নিজে একজন শিক্ষক। তাঁর কথা আলাদা করে বলার কিছু নেই। আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি এই কাজটা করতে গিয়ে। সুব্রত দা, লেলিন ভাই, সুজন ভাই প্রত্যেকে খুব সহযোগিতাপরায়ন। সবার প্রতি ভালোবাসা। আশা করি কাজটি ভালো হবে। 

'স্যারের মেয়ে' নাটকটি রচনা করেছেন কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলাল। এস.আর মাল্টিমিডিয়া পরিবেশনায় প্রযোজনা করেছেন অ্যাডভোকেট শাহিদা রহমান। নাটকটির চিত্রগ্রাহক হিসাবে ছিলেন সামসুল ইসলাম লেলিন ও সুজন মেহমুদ।

রহমত উল্লাহ স্যারের ভূমিকায় অভিনয় করেছেন আবুল হায়াত, ছাত্র নীরবের চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, স্যারের মেয়ে ইয়াসমিন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি মৌ। এছাড়া নাটকটিতে রাজিবসহ আরো অনেকে অভিনয় করেছেন। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য