অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থা স্থিতিশীল

  • অনলাইন
  • শনিবার, ১৪ নভেম্বর ২০২০ ০৬:১১:০০
  • কপি লিঙ্ক

করোনাভাইরাসে আক্রান্ত রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থা স্থিতিশীল।

১৪ নভেম্বর (শনিবার) দুপুর ২টার দিকে আজিজুল হাকিমের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারের বরাতে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমের দাবি, ‘আজিজুল হাকিমের অবস্থার উন্নতি হচ্ছে। উনার এখনো অক্সিজেন সাপোর্ট লাগছে, তবে সেটা আগের চেয়ে কম মাত্রায়। ডাক্তার আমাকে জানিয়েছে, ভাইয়ের অবস্থার উন্নতি হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন।’

তবে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী  বলেন, ‘আজিজুল হাকিমের অবস্থা স্থিতিশীল। তিনি আগের মতোই লাইফ সাপোর্টে আছেন বলে আমি জানি।’

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য