মোবাইলে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করা ওয়েলকাম পার্টির আপন তিন ভাইকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।
গ্রেপ্তার কৃত আপন তিন ভাই ফরিদপুরের ভাঙ্গা থানার কাউলিবেড়া ইউনিয়নের মটরা গ্রামের সেক ইসলামের পুত্র। রিজু সেক (৩৫) রাজু সেক ( ২৮) ও মো. রমজান সেক ওরফে রঞ্জু (২২)
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ এপ্রিল রোববার রাতে উপজেলার শ্যামপুর গ্রাম থেকে সন্দেহ মূলক ভাবে ঘোরাফেরা করার সময় তাদেরকে আটক করে থানা পুলিশ। পরে জিজ্ঞাসা বাদে আটককৃতরা দীর্ঘদিন যাবত মোবাইলে বিকাশ প্রতারণা কাজে জড়িত বলে জানায়। আটককৃতরা বিকাশ প্রতারক সদস্য বলে স্বীকার করে।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান,অনেক দিন যাবৎ তারা সদরপুর উপজেলায় বিকাশের মাধ্যমে প্রতারণা করে আসছিল, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে৷
মন্তব্য