ফরিদপুরের সদরপুর উপজেলার অনুমোদন বিহীন ভাবে দেদারচ্ছে তিনটি ইটভাটার মালিকরা অবৈধভাবে তাদের ইটভাটায় কার্যক্রম চালিয়ে আসছিল। সরকারি ভাবে ইটভাটার তালিকা যাচাই করা হলে সদরপুরের তিনটি ভাটার কোনো বৈধ কাগজপত্র না পেয়ে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে প্রত্যেক ভাটা মালিক কে ১লাখ টাকা করে ৩লাখ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। আদালত চলাকালে ওই সব ইট ভাটা গুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
আজ রোববার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন।
জরিমানাকৃত ভাটাগুলোর মধ্যে রয়েছে, আরএএস ও ফ্রেন্ডস ব্রিকস ফিল্ড দু’টি ও এবিমএম নামের একটি ইট ভাটা কে জরিমানা দায়ের করেন জরিমানা দায়ের করেন সহকারী কমিশনার ভূমি। অভিযানে তিন ভাটা মালিক (প্রত্যেক) কে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, লাইসেন্স না থাকার দায়ে প্রত্যেক ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর(৪) ধারায় ১ লাখ টাকা করে ৩লক্ষ জরিমানা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, ইটভাটার বিরুদ্ধে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স না পাওয়া পর্যন্ত ভাটার কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় সদরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ ইলিয়াছ মোল্যাসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন ।
ছবিঃ সদরপুরে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
মন্তব্য