ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় রাসেল মাতুব্বর (২২) নামের এক যুবকের মৃত্যূর ঘটনা ঘটেছে। নিহত রাসেল মাতুব্বর সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মোস্তাক মাতুব্বরের বড় ছেলে। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে। বুধবার (২ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলার চন্দ্রপাড়া এলাকার কোষাভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সদরপুর থানা পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, উক্ত রাসেল মাতুব্বর ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন। সদরপুর থেকে তার নিজস্ব মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে চন্দ্রপাড়া কোষাভাঙ্গা নামক স্থানে আসলে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। খাদে পড়ে থাকা মোটর সাইকেলের শব্দ শুনে আশপাশের বাড়ির মহিলারা এসে ডাকচিৎকার করলে লোকজন তাকে চিকিৎসার জন্য সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিবিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আ. মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরোহী তার নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে কোন মামলা হয়নি। লাশ হস্তান্তরের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য