সদরপুরে কলেজ ছাত্রদল কমিটি দ্বন্দ্ব নিয়ে হামলায় আহত সভাপতিসহ দুজন

  • স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদন
  • বুধবার, ১২ মার্চ ২০২৫ ০৪:০৩:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল কমিটি অনুমোদনের পর থেকেই প্রতিহিংসার আগুনে জ্বলে ওঠে পদ না পাওয়া ছাত্রনেতারা। গত পহেলা মার্চ-২০২৫ তারিখে সদরপুর সরকারি কলেজ শাখার কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্র সংসদ এর সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

কমিটি অনুমোদন হওয়ার পর থেকে কলেজে উত্তপ্ত পরিবেশ ছড়িয়ে পড়ে। বিজয় মিছিল করতে গেলেও বাধার মুখে পড়ে সদ্যপদধারীরা। 

কমিটি অনুমোদনের পরে সভাপতি পদ প্রত্যাশী একাদশ শ্রেণির ছাত্র ইকরাম মোল্যার নেতৃত্বে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সাধারণ ছাত্রদের নিয়ে। তাদের অভিযোগ, ছাত্রদের প্রত্যক্ষ ভোটের নিয়ম না মেনে বিবাহিত,অছাত্রদের নিয়ে নবগঠিত সদরপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের অবৈধ কমিটি ঘোষনা করা হয়েছে।  

দু’পক্ষের উত্তেজনা বিরাজমান থাকায় দু’পক্ষের শক্তি প্রদর্শনের জন্যও কলেজে মোটর সাইকেল দিয়ে শোডাউন দেওয়ার ঘটনা ঘটে। ১০মার্চ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শামীম তার লোকজন নিয়ে সদরপুর স্টেডিয়ামের প্রধান ফটকে গেলে ইকরাম মোল্যা তার বন্ধুদের নিয়ে হামলা চালায় সদ্যপদ পাওয়া কলেজ ছাত্রদলের সভাপতি মো. শামীম শিকদারসহ তার সঙ্গীদের ওপর বলে শামীম অভিযোগ করেন।হামলায় আহত হয়ে শামীম ও সদরপুর উপজেলা ছাত্রদল নেতা মো. মিরাজ মুন্সী সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। 
 
এ ব্যাপারে ইকরাম মোল্যা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যে ঘটনা হয়েছে আমি তাহা পরে জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে ছিলাম না যখন ঘটনা ঘটে তখন আমি সদরপুরের বাহিরে ছিলাম। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য