সদরপুরে নারীর প্রতি সহিংসতার ও শিশু ধর্ষণের প্রতিবাদে  ছাত্রদলের মানববন্ধন

  • মো. নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার ফরিদপুর:
  • মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ০৩:০৩:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর সদরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার,  শিশু ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে  মানববন্ধন কর্মসূচী পালন করেছে। 

সোমবার (১০ মার্চ) দুপুর ১২ টায় সদরপুর সরকারি সরকারি কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সদরপুর কলেজ শাখার সাধারণ সম্পাদক হাসান সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন চরম অবনতির মধ্যে রয়েছে। নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, যৌন হয়রানি, অনলাইনে হেনস্থা এবং বিচারহীনতার ঘটনা দিন দিন  বেড়ে চলেছে।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এর ফলস্বরূপ দেশে "মব জাস্টিস" পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বক্তারা বিশেষভাবে সরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরাসরি তিনিই দায়ী। 

এছাড়া, তারা অভিযোগ করেন যে, সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় নারী প্রতি সহিংসতার ও ধর্ষণের মত ন্যাক্কার জনক  ঘটনা দিন দিন বেড়েছে।   বর্তমান পরিস্থিতিতে ছাত্রসমাজসহ দেশের মানুষ উদ্বিগ্ন। বক্তারা বলেন ধর্ষণ, খুন ও সহিংসতা কমানোর জন্য সরকারকে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য